গুটি গুটি পায়ে নিহন বাংলা আপনাদের সহযোগীতায় এগিয়ে চলেছে। জাপান এবং বাংলাদেশ এই দুই দেশে আমরা নিয়মিত সংগীত নিয়ে মৌলিক কাজ করে চলেছি আমাদের সামর্থ মতো। এছাড়া সংগীত এবং সাংস্কৃতিক বিষয়ক নানা রকম কার্যক্রমের সাথে আমরা জড়িত রয়েছি নিয়মিত ভাবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এবং জাপানে দুটি কনসার্টের আয়োজন করেছি আমরা। ১০ সেপ্টেম্বর শনিবার ৭টি ব্যান্ড নিয়ে খুলনাতে ব্যান্ড ফেস্ট’২২ এবং ১৬অক্টোবর জাপানের গুম্মাতে ঝিঝিপোকা এবং ফ্রেন্ডস কনসার্ট।
নিহন বাংলা ব্যান্ড ফেস্ট খুলনা ২০২২-এ যে সকল বন্ধুরা যেতে চাও +880 17 4890 0911 এই নম্বরে কল করে তোমাদের বুকিং করে ফেলো কারন আসন সংখ্যা সীমিত। খুলনার তিনটি জেনারেশনের ব্যান্ড নিয়ে এই কন্সার্ট আয়োজন করা হয়েছে।
The bands are:
👉SPARTAN
👉 TUNE & TIME
👉 SOFT RAIN
👉AYOTON
👉 DEYALIKA
👉 PROTIKKHA
👉 TAIDAL FLOW
Nihon-Bangla Band Fest 2022 #Khulna
Date: 10th September 2022 Saturday
Place: Banquet hall, Khulna press club.
Gate open: 5pm
Gate close: 6pm
Concert start: 6.05pm
গুম্মা কনসার্টের আপডেইট আগামী সপ্তাহে দেওয়া হবে।
See you friends in Khulna and Gumma.